রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রামে আদালতের লকআপ থেকে ছাত্রলীগ নেতার ভিডিও বার্তায় তোলপাড়

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১১ নভেম্বর ২০২৫ | ৮:৩৮ অপরাহ্ন


চট্টগ্রাম আদালতের লকআপে থাকা অবস্থায় এক ছাত্রলীগ নেতার দেওয়া ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে তুমুল সমালোচনা চলছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলের পর থেকেই ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ওই নেতা ঢাকার লকডাউন কর্মসূচিসহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।

জানা গেছে, ভিডিও বার্তা দেওয়া ওই ছাত্রলীগ নেতার নাম মুরাদ। তিনি চট্টগ্রাম উত্তর জেলার সদস্য। মঙ্গলবার ফটিকছড়ির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার (আজ) দুপুরে ফটিকছড়ি থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।

আদালতের লকআপ থেকে মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া প্রায় ৫৫ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় মুরাদ বলেন, “আমার প্রিয় বাংলাদেশের জনগণ, প্রিয় ফটিকছড়িবাসী, আসসালামু আলাইকুম। আমি কারাগার থেকে মুরাদ বলছি। দীর্ঘ ১৫ মাস নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে আজ আমাকে গ্রেফতার করা হয়েছে। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। ১৩ তারিখের ঢাকার লকডাউন কর্মসূচী সফল করুন।”

ভিডিওতে মুরাদকে আরও বলতে শোনা যায়, “এক মুরাদ কারাগারে, লক্ষ মুরাদ ঘরে ঘরে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে—বাংলাদেশ হাসবে। ইউনূস হটাও, বাংলাদেশ বাঁচাও।”

ফটিকছড়ি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রফিক বলেন, “গতকাল মুরাদ নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে। আজ তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তুলেছেন, আদালতের লকআপে একজন আসামি কীভাবে মোবাইল ফোন ব্যবহার করলেন এবং ভিডিও বার্তা রেকর্ড করে তা বাইরে পাঠালেন।

এবিষয়ে জানতে চট্টগ্রাম আদালত লকআপের ইনস্পেক্টর শাহ আলমকে ফোন দেওয়া হলে তিনি “বাহিরে আছেন” বলে ফোন কেটে দেন।