রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

পটিয়ায় জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ৭ শতাধিক রোগীর সেবা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৫ | ২:৩৪ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় সাত শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে উপজেলার হাইদগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে হাইদগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ডা. ফরিদুল আলমের ব্যবস্থাপনায় এই ক্যাম্পে ১১ জন চিকিৎসক হৃদরোগ, মেডিসিন, গাইনি ও প্রসূতি, চর্মরোগ এবং শিশু রোগের চিকিৎসা প্রদান করেন। এছাড়াও ডায়াবেটিক নির্ণয়, ইসিজিসহ বেশ কিছু সেবা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়।

চিকিৎসা ক্যাম্প উপলক্ষে হাইদগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে একটি সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াত সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও জয়নাল আবেদীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ক্যাম্প উদ্বোধন করেন চট্টগ্রাম-১২ পটিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ফরিদুল আলম।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াত আমীর জসিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াত সেক্রেটারী আনোয়ার হোসেন। এতে আরও বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পেকুয়া শাখার ব্যবস্থাপক হাসমত আলী, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মুসলিম উদ্দীন, সাইফুদ্দিন খালেদ, আবু ইউসুফ মুহাম্মদ সোহেল, আবুল কালাম এবং হুমায়ুন কবির বাদশা।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ডা. ফরিদুল আলম বলেন, “দেশের সরকারী ব্যবস্থাপনায় স্বাস্থ্যখাত অবহেলিত। পটিয়াও তার বাইরে নেই। আমরা পটিয়ার স্বাস্থ্য সেবাকে গ্রামীণ পর্যায়ে পৌঁছে দেয়ার জন্য এ চিকিৎসা ক্যাম্প চালু করেছি।” তিনি জানান, হাইদগাঁও ইউনিয়নসহ পুরো পটিয়ায় এ পর্যন্ত ১৩টি ফ্রি চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়েছে, যেখানে অপেক্ষাকৃত গরীব ও অস্বচ্ছল রোগীরা স্বাস্থ্য সেবা পেয়েছেন। ডা. ফরিদুল আলম বলেন, “জামায়াতে ইসলামী আগামীতে ক্ষমতায় আসলে স্বাস্থ্য সেবার গুণগত পরিবর্তন হবে।”

ডা. ফরিদুল আলম আরও বলেন, “পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আগে ৫০ শয্যার থাকলেও আমাদের সুপারিশে সেটি সম্প্রতি ১০০ শয্যায় উন্নীত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ শুরু করেছে। আগামীতে পটিয়ায় স্বাস্থ্যসেবার আমূল পরিবর্তন আনা হবে।”