চট্টগ্রাম : নগরীর হালিশহর কে ব্লকে প্রকাশ্যে ছিনতাইয়ের শিকার এক নারী ছিনতাইকারীর পরিচয় নিয়ে স্থানীয় থানায় গেলেও ছিনতাইয়ের মামলা নিতে অস্বীকৃতি জানায় হালিশহর থানার ওসি মাহফুজুর রহমান। এই খবর একুশে পত্রিকায় প্রকাশের পর টনক নড়ে পুলিশ প্রশাসনের। শেষ পর্যন্ত নগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে আলোচিত দুই ছিনতাইকারী।
গ্রেপ্তারকৃতরা হলো- হাসেম (৩৭) ও জাকির (৩০)। সপ্তাহখানেক আগে নগরীর পাঁচলাইশে পৃথক একটি ছিনতাইয়ের ঘটনায় তাদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। পরে ছিনতাইয়ের শিকার এক নারীর সরবরাহ করা ভিডিও ফুটেজ দেখে দুই ছিনতাইকারীকে শনাক্ত করে গোয়েন্দা পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান একুশে পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,‘আপনাদের নিউজ নজরে আসার পরেই ঘটনার তদন্তে নামি আমরা। সপ্তাহখানেক আগে নগরীর পাঁচলাইশে পৃথক একটি ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। ভিডিও ফুটেজ দেখে এরা হালিশহরের ঘটনাতেও জড়িত আছে বলে নিশ্চিত হয়েছি। ভালোভাবে শনাক্ত করার জন্য, ছিনতাইয়ের শিকার ওই নারীকে আজ আমাদের অফিসে আসতে বলেছি।’
গত ২৮ জানুয়ারী দুপুর আড়াইটার দিকে হালিশহর কে ব্লকের ৯ নম্বর রোডে ছিনতাইয়ের শিকার হন নারী উদ্যোক্তা ও মিউচুয়্যাল সেভিংস কো-অপারেটিভ এর ব্যবস্থাপনা পরিচালক মহররম সুলতানা সিক্তা।
এসময় ছিনতাইয়ের শিকার মহরম সুলতানা সিক্তা ছিনতাইকারীর ছবি, ভিডিও ফুটেজ ও ছিনতাইয়ে ব্যবহৃত গাড়ীর নম্বর পুলিশকে সরবরাহ করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। অপরদিকে তথ্য-উপাত্তসহ ছিনতাইয়ের মামলা দিতে গেলে তা না নিয়ে, ভিকটিমের কাছ থেকে নেয়া হয় শুধু অভিযোগ।
ঘটনার পর মাস পেরিয়ে গেলেও হালিশহর থানার সাহায্য বঞ্চিত থাকেন মহররম সুলতানা সিক্তা। এরমধ্যে ঘটনাটি নজড়ে আসে ‘একুশে পত্রিকা’র। ছিনতাইয়ের সময়কার সিসিটিভি ফুটেজ ও ছিনতাইকারীর ছবিসহ ‘ছিনতাইকারীর পরিচয় নিয়ে পুলিশের কাছে ঘুরছে ছিনতাইয়ের শিকার নারী!’শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশ করে একুশে পত্রিকা।
যা পরে সাপ্তাহিক প্রিন্ট ভার্সনেও প্রকাশ করা হয়। এর পরেই টনক নড়ে পুলিশ প্রশাসনের। সংবাদ প্রকাশের পরদিনই নগর গোয়েন্দা শাখার পরিদর্শক মো. কামরুজ্জামান একুশে পত্রিকা কার্যালয়ে ফোন করে সংশ্লিষ্ট ছিনতাইকারীদের গ্রেফতারে আগ্রহ প্রকাশ করে ভিকটিম মহররম সুলতানা সিক্তার মুঠোফোন নাম্বার চেয়ে নেন। এরপর তদন্তে নামে নগর গোয়েন্দা পুলিশ।
>> ছিনতাইকারীর পরিচয় নিয়ে পুলিশের কাছে ঘুরছে ছিনতাইয়ের শিকার নারী! (ভিডিওসহ)
একুশে/এএ