শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ট্যাক্সর কথা কইলে বেয়াগ্গুন খালি পিছর মিক্কা যায় : মেয়র নাছির

| প্রকাশিতঃ ২ মার্চ ২০১৮ | ১:০৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম : সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৪১ ওয়ার্ড জুড়ে সভা-সমাবেশের আয়োজন করে হচ্ছে। এই পর্যন্ত ৭টি ওয়ার্ডে সমাবেশ সম্পন্ন করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার সকালে ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন স্বতঃস্ফূর্তভাবে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তার বক্তব্য প্রদান করেছেন।

সমাবেশে তিনি বলেন, ট্যাক্সর কথা কইলে বেয়াগ্গুন খালি পিছর মিক্কা যায়। ট্যাক্স ন দিলে আঁরা উন্নয়ন গইরজুম কেন গরি? নগরবাসীত্তুন যা পা যায় তা দিয়েরে ত কর্পোরেশনর কর্মকর্তা-কর্মচারী অলর বেতন ভাতাও ন অর। এ বছর যা ট্যাক্স আইস্যে তার মধ্যে খালি বন্দরর আছে ৩৫ কোটি টেঁয়া। অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানর আছে প্রায় ৩৭ কোটি টেঁয়া। আঁরা ট্যাক্স পাই যে মাত্র ১০৩ কোটি টেঁয়া। এবার অনারা হিসাব গরি চঅন নগরবাসী কয় টেঁয়া ট্যাক্স দিয়ে? সরকার যদি ন দিত তাইলে ত উন্নয়ন দূরের কথা কর্পোরেশনও ন চলিব।

সিটি মেয়র বলেন, নগরবাসী দূরত্বর লাই কর্পোরেশনত যাইয়েরে ট্যাক্স দিতে গড়িমসি গরে উনা যার। আঁই এখনত্তুন কাউন্সিলর অফিসত ট্যাক্স আদায় গরিবার ব্যবস্থা গইরগুম। অ ভাই শহর ইয়ান আঁরার। শহর ইয়ান খারাপ থাইলে আঁই মেয়র হই,কাউন্সিলর হই অথবা সাধারণ জনগণ হই কোন লাভ নাই।

সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে চসিক আইনশৃঙ্খলা স্থায়ী কমিটির সভাপতি এইচ এম সোহেল, ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী,চসিক যুগ্ম জেলা জজ জাহানারা ফেরদৌস, পতেঙ্গা থানা অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়া,সংরক্ষিত কাউন্সিলর শাহানুর বেগম প্রমুখ বক্তব্য রাখেন।