শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

চট্টগ্রাম বন্দর সারাক্ষণ খোলা রাখতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

প্রকাশিতঃ ১৫ এপ্রিল ২০১৮ | ১০:২৬ অপরাহ্ন

নিজস্ব সংবাদ : প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চট্টগ্রাম বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দেয়া এক চিঠিতে বলা হয়েছে—সপ্তাহে সাত দিন, প্রতিদিন ২৪ ঘণ্টা করে অফিস খোলা রেখে কাজ করতে হবে।

এটি হলে সত্যিকার অর্থেই চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিদিন ২৪ ঘণ্টা পণ্য আমদানি-রপ্তানি করা যাবে। এতে ব্যবসায় খরচ ও সময় কমবে।

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে সরকার এরই মধ্যে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। সেখানে বন্দর ২৪ ঘণ্টা কার্যকরভাবে সচল রাখার পাশাপাশি মোট ২৪টি সিদ্ধান্ত হয়েছে।

এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে—অতিসত্বর পতেঙ্গা টার্মিনাল ও লালদিয়া টার্মিনাল চালু করা, কনটেইনার পরিবহনের মধ্যে চট্টগ্রাম বন্দরের সঙ্গে ডাবল রেলওয়ে ট্র্যাক স্থাপন, প্রয়োজনীয়তার তুলনায় ২০ শতাংশ অতিরিক্ত আধুনিক ও দ্রুততর স্ক্যানিং মেশিন স্থাপন, স্বল্পতম সময়ের মধ্যে রাসায়নিক পরীক্ষার রিপোর্ট দেওয়া এবং লেস দেন কনটেইনার লোড (এলসিএল) কার্গো তিন দিনের মধ্যে ডেলিভারি দেওয়া।

এসব সিদ্ধান্তের কোনো কোনোটি বাস্তবায়নে সময়সীমা নির্ধারণ করে দেওয়া আছে সরকারের নেওয়া কর্মপরিকল্পনায়।

গত ২৮ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে কর্মপরিকল্পনা পর্যালোচনা সভা হয়েছে।

একুশে/এএ