রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

অভিষেক টেস্টে দুইদিনেই হার আফগানদের

| প্রকাশিতঃ ১৫ জুন ২০১৮ | ৬:৩২ অপরাহ্ন

ক্রিকইনফো: অাজকের আগে একদিনে ২৪ উইকেট পড়া দেখেনি টেস্ট ক্রিকেট। উপমহাদেশে প্রথমবার কেন টেস্ট দুদিনে শেষ হলো। ভারত নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয়ের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে স্বাগতম জানালো আফগানিস্তানকে।

এক সপ্তাহ আগেও এই ভারতের মাটিতে রশিদ খান, মুজিব উর রহমানের ঘূর্ণিতে কেঁপেছে তামিম-সাকিবরা। আর এখন তারাই কিনা কাঁপছে ভারতীয়দের বোলিং তোপে। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৮.৪ ওভার ব্যাটিং করে ১০৩ রানে অলআউট হয়ে ৫ দিনের টেস্টে দুদিনেই হারের লজ্জা পেতে হয় অভিষিক্ত আফগানিস্তানকে।

রশিদ খান ও মুজিব উর রহমানের স্পিন ভারতের ব্যাটসম্যানদের না ভোগালেও আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ বিধ্বস্ত রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে। একমাত্র টেস্টে ভারতের ৪৭৪ রানের জবাবে তারা ইনিংস ও ২৬২ রানে হেরেছে।

দেশের ইতিহাসের প্রথম টেস্ট খেলতে নেমে মাত্র দুই দিনেই হেরে গেল আফগানিস্তান। প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট হলে ফলোঅনে পড়ে তারা।

৬ উইকেটে ৩৪৭ রানে শুক্রবার খেলতে নামে ভারত। ১০ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করা হার্দিক পান্ডিয়া ৮৩ বলে ৭ চারে তৃতীয় হাফসেঞ্চুরি করেন। ৭১ রানে তিনি আউট হন।

আফগানিস্তানের পক্ষে ইয়ামিন আহমেদজাই সবচেয়ে বেশি ৩ উইকেট নেন। দুটি করে পান রশিদ খান ও ওয়াফাদার।

জবাব দিতে নেমে মাত্র ২৭.৫ ওভার আফগানরা টেকাতে পেরেছে তাদের প্রথম ইনিংস। অশ্বিন ৪টি উইকেট নেন। দুটি করে পান জাদেজা ও ইশান্ত শর্মা। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন মোহাম্মদ নবী।

ফলো অনে নেমে দ্বিতীয় ইনিংসেও দাঁড়াতে পারেনি সফরকারীরা। ১০৩ রানে গুটিয়ে যায় ৩৮.৪ ওভারেই। হাসমতউল্লাহ শহীদি সর্বোচ্চ ৩৬ রানে টিকে ছিলেন। দ্বিতীয় সেরা ২৫ রান আসে অধিনায়ক আসগর স্তানিকজাইয়ের ব্যাটে।

জাদেজা ৪ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসের সবচেয়ে সফল বোলার। ৩ উইকেট নেন উমেশ যাদব। ইশান্ত পান ২ উইকেট।