রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন একটি মহাগ্রন্থ : চবি ভিসি

| প্রকাশিতঃ ১৫ অগাস্ট ২০১৮ | ২:৩৫ অপরাহ্ন

চট্টগ্রাম: বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন একটি মহাগ্রন্থ- বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজিত উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর এবং ‘শোকাবহ ১৫ আগস্ট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

চবি ভিসি বলেন, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন একটি মহাগ্রন্থ। তিনি বিশ্ব মানচিত্রে স্থান করে দিয়েছেন বাংলাদেশ নামক একটি জাতি-রাষ্ট্র, যাঁর জন্ম না হলে বাঙালি জাতি কোনদিনও অর্জন করতে পারতো না একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। তিনিই বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তিনি বলেন, জাতির জনকের হত্যার রক্তক্ষরণ বাঙালি জাতিকে যুগ যুগ ধরে বয়ে বেড়াতে হচ্ছে। এ বিশ্ব নেতা মানবতার প্রতীক, মানব মুক্তির অগ্রদূত, নিপীড়িত-নির্যাতিত মুক্তিকামী মানুষের আলোক বর্তিকা। ‘৭৫ এর ১৫ আগস্ট হায়েনার দল বঙ্গবন্ধুকে হত্যা করে চেয়েছিল একটি জাতি-রাষ্ট্রকে ধ্বংস করতে। কিন্তু তাদের সে অভিলাষ পূরণ হয়নি। বাঙালি জাতি বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে আজ মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজন কমিটির সদস্য-সচিব ও প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চ.বি. উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আহমদ সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. অলক পাল, সিনেট সদস্য প্রফেসর ড. সুলতান আহমদ, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) মো. ফরহাদ হোসেন খান।

এর আগে কালো ব্যাজ ধারণ করে সকাল সাড়ে ৮ টায় চবি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে উপাচার্যের নেতৃত্বে শোকর‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে চবি বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য ও উপ-উপাচার্য।