রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রামে এইচএসসিতে পাশ করেছে আরও ৫৪ জন

| প্রকাশিতঃ ১৮ অগাস্ট ২০১৮ | ৬:৫৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে নতুন করে আরও ৫৪ জন পাস করেছে। শনিবার সকালে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান জানান, ১৭ হাজার ৭৪০ জন পরীক্ষার্থী মোট ৬১ হাজার ৬৯৯ উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল। এরমধ্যে মোট ৪০৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৫৪ জন। সর্বমোট গ্রেড পরিবর্তন হয়েছে ৩৩১ জন শিক্ষার্থীর। নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরও ২০ শিক্ষার্থী।

প্রসঙ্গত গত ১৯ জুলাই সারা দেশে এক যোগে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবছর চট্টগ্রাম বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৭৩ শতাংশ।