রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

‘উন্নয়ন-অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সাংবাদিকরা’

| প্রকাশিতঃ ৩১ অগাস্ট ২০১৮ | ৫:৩৭ অপরাহ্ন

চট্টগ্রাম: সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে দেশের কাঙ্খিত উন্নয়ন-অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। গত বৃহস্পতিবার চবি’র যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং উক্ত বিভাগের হেকেপ সিপি-৬০৪৭ এর যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চবি ভিসি বলেন, সাংবাদিকবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় দায়িত্ব পালনকালে নানাবিধ ঝুঁকি নিয়ে থাকেন। এছাড়া সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহ করতেও অনেক কষ্ট স্বীকার করতে হয়। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিকল্পে এবং তাদের উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আজকের সেমিনারের সুপারিশমালা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি আরও বলেন সত্যনিষ্ট সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অনেক প্রতিকূল অবস্থা অতিক্রম করে আমাদের সাংবাদিকবৃন্দ পেশাগত দায়িত্ব পালন করছেন। এবং দেশের কাঙ্খিত উন্নয়ন-অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন, এটি নিঃসন্দেহে প্রশংসনীয়।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং উক্ত বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা করিম এর পরিচালনায় সেমিনারে প্রথম সেশনে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক তাহমিনা হক দিনা এবং এর ওপর আলোচনায় অংশগ্রহণ করেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সহিদ উল¬্যাহ ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মাছুম আহমেদ।

দ্বিতীয় সেশনে পেপার উপস্থাপন করেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাধব চন্দ্র দাস এবং এর ওপর আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম ষ্টেশনের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মির মাঈন উদ্দিন মোহাম্মদ জামিল আকতার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক এবং যমুনা টিভির নিউজ প্রেজেন্টার মোঃ মিনহাজ উদ্দিন ও দৈনিক আজাদীর নিউজ এডিটর এ কে এম জহিরুল ইসলাম।

সেমিনারে চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।