
চট্টগ্রাম: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, খালেদা জিয়ার মামলায় সরকারের কোনো হাত নেই। খালেদা জিয়া যে মামলাটির জন্য জেলে গেছেন তার জন্য তত্ত্বাবধায়ক সরকারই দায়ী। কারণ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি হয়েছিল ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। বর্তমান সরকার বিচার বিভাগের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ ও প্রভাবিত করে না।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন নাহিদ।
নুরুল ইসলাম নাহিদ বলেন, বর্তমানে দেশে ৫ কোটি শিক্ষার্থী, ২৫ লাখ শিক্ষক। এ হিসেবে আজকে দেশের তিন ভাগের একভাগ মানুষ শিক্ষা পরিবারের সদস্য। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ব্যবসা করা কিছুতেই বরদাস্ত করা হবেনা। মুনাফা নয় যারা শর্ত মেনে শিক্ষাপ্রতিষ্ঠান চালাবে তারাই টিকে থাকবে। অন্যথায় বন্ধ করে দেওয়া হবে। বর্তমানে ৪৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ১০৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। আমরা এ বছর ৩৫ কোটি ৯০ লাখেরও বেশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২৬৫ কোটি ৯৬ লাখেরও বেশি বই বিতরণ করেছি। এই সরকারের আমলে তিন হাজার মাদ্রাসা ভবন ও আধুনিক মসজিদ তৈরী করা হযেছে যা অতীতে কোন সরকার করেনি।
নাহিদ স্পস্ট ভাবে বলেন, আমাদের কাছে চাকরিসহ সবক্ষেত্রে সুযোগ-সুবিধা সমান। আমরা শিক্ষাক্ষেত্রে কোনো পার্থক্য করিনা। মেধার দিক দিয়ে আমরা দুর্বল নয়। এখন আমরা মেধা আমদানি করি না বরং রফতানি করি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে না পড়ার কারণে পার্থক্য করা হয় এমনটা অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরল আনোয়ারের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা একেএম এনামুল হক শামীম বিশেষ অতিথি ছিলেন।
ছবি: অাকমাল হোসেন
একুশে/এসএইচ