রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রাম কলেজে ফের উত্তেজনা, বিক্ষোভ

| প্রকাশিতঃ ২৫ সেপ্টেম্বর ২০১৮ | ২:৩৭ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে ফের উত্তেজনা দেখা দিয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকে ছাত্রলীগের একপক্ষ ফেস্টুন নিয়ে বিক্ষোভ করেছে। এসময় ‘কমিটি নিয়ে ব্যবসা কেন, কেন্দ্রীয় কমিটি জবাব চাই’ স্লোগান দেয় বিক্ষোভকারিরা। কলেজ ফটকে মানববন্ধনও করে তারা।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ একুশে পত্রিকাকে বলেন, প্রতিদিনের মতো চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুইপক্ষের কর্মসূচি চলছে। নিরাপত্তার জন্য চট্টগ্রাম কলেজ ও আশপাশের এলাকাতে পুলিশ মোতায়েন রয়েছে।

কিছুদিন ধরে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের ঘোষিত নতুন কমিটি নিয়ে মুখোমুখী অবস্থান করছিল ছাত্রলীগের দুইপক্ষ। এনিয়ে বিক্ষোভ মিছিল, অস্ত্রপ্রদর্শন ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনাও ঘটেছে।

একুশে/এসএইচ/এটি