রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চবি শিক্ষক মাইদুল সাময়িক বরখাস্ত

| প্রকাশিতঃ ২৫ সেপ্টেম্বর ২০১৮ | ৭:২৩ অপরাহ্ন

চট্টগ্রাম: ফেইসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে আইসিটি আইনে করা মামলায় কারাগারে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক মাইদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার চবি’র একাডেমিক কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান উপাচার্য ড. প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরী।

এর আগে কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেইসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে গত ২৩ জুলাই চবি’র সমাজতত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের বিরুদ্ধে হাটহাজারী থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন সাবেক ছাত্রলীগ নেতা ইফতেখার উদ্দিন আয়াজ।

ওই মামলায় গত সোমবার চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান শিক্ষক মাইদুল ইসলাম। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।