রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চবির পদার্থবিদ্যা বিভাগের সুবর্ণ জয়ন্তী শুক্রবার

| প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর ২০১৮ | ৪:৫১ অপরাহ্ন

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গৌরবময় পদার্থবিদ্যা বিভাগের ৫০বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী পালিত হবে আগামী (২৮-২৯) সেপ্টেম্বর রোজ শুক্র ও শনিবার।

বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্হিত থাকবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধুরী।

দুদিন ব্যাপি এই অনুষ্ঠানের প্রথম দিন থাকবে র‌্যালী, কেক কেটে উদ্বোধন, সন্মাননা, সেমিনার, সাংষ্কৃতিক অনুষ্ঠান এবং দ্বিতীয় দিন থাকছে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে ১০১৩জন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহনের জন্য নিবন্ধন করা হয়েছে। তাছাড়া শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার এ মনমুগ্ধকর উৎসবে অংশগ্রহন করবে।

উক্ত অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ নিরাপত্তার ব্যবস্হা করবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি। তাছাড়া আয়োজিত অথিতিদের জন্য থাকার ও অনুষ্ঠান উপভোগের জন্য থাকছে বিশেষ ব্যাবস্হা।

উক্ত অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে।

১৯৬৮সালে মাত্র ১২জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত হওয়া এই বিভাগের ৫০বছর পূর্তি আগামী শুক্রবার।

প্রয়াত প্রফেসর ড.মো.শামসুল হক এর নেতৃত্বে এই বিভাগের যাত্রা শুরু হয়। গৌরবময় এই যাত্রা অব্যাহত রেখে বরাবরের মতোই দেশের শিক্ষা ও গবেষণায় অবদান রেখে যাচ্ছে এ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বর্তমানে এবিভাগে ৩২জন শিক্ষক, ৩০জন কর্মকর্তা-কর্মচারী এবং ৬২০জন শিক্ষার্থী রয়েছে। ৫টি অত্যাধুনিক মাল্টিমিডিয়াযুক্ত শ্রেণীক্ষসহ এ বিভাগে আরও রয়েছে ৫টি ল্যাব, ১টি স্বয়ংসম্পূর্ণ সেমিনার লাইব্রেরি, ১টি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব ও গতিসম্পন্ন ওয়াই-ফাই সংযোগ।

এ বিভাগে প্রত্যেক বছর শিক্ষক-শিক্ষার্থীদের সাফল্যের উপর বৃত্তি ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত বৃত্তি ছাড়া শিক্ষা মন্ত্রনালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বিভিন্ন জেলা পরিষদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ, বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ড, সেনা কল্যাণ সংস্হা, মুক্তিযোদ্ধা সন্তান বৃত্তি, বঙ্গবন্ধু ছাত্র বৃত্তি, পাবত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ প্রত্যেক বছর প্রায় ৫৯টিরও অধিক বৃত্তি প্রদান করে থাকেন।

এছাড়াও গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্য এ বিভাগের সাথে সম্পৃক্ত আছে পদার্থবিদ্যা সমিতি, চবি পদার্থবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশন, চিটাগাং ইউনিভার্সিটি ফিজিক্স সোসাইটি এবং ফিজিক্স ক্লাব নামে নতুন একটি সংগঠন। এসব সংগঠনের মাধমে এ বিভাগ শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখছে।

২৬সেপ্টেম্বার বুধবার সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রাক্কালে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে আয়োজক কমিটির পক্ষ থেকে এসব কথা জানিয়েছেন সুবর্ণ জয়ন্ত্রী আয়োজক কমিটির আহব্বায়ক প্রফেসর ড.দিল আফরোজ বেগম ও প্রফেসর ড. একেএম মাঈনুল হক মিয়াজী এবং আয়োজক কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মো. নাসিম হাসান।