
খুনসুটিতে মত্ত লিটন-মিরাজ
রাকীব হামিদ : ঘড়ির কাঁটা তখন সন্ধ্যা ৬টা ৩৫ এর ঘরে। র্যাডিসন চত্বরে এসে থামে টিম টাইগারদের বাস। বাসের দরজা খুলতেই নেমে আসেন বিসিবির নির্বাচক আকরাম খান।
এরপরেই আয়েশী ভঙ্গিতে বাস থেকে নেমে হোটেলের দিকে পা বাড়ান লিটল মাস্টার মুশফিক। তার পথ ধরেই নেমে আসেন এশিয়া কাপ হাঁকিয়ে ফর্মে থাকা লিটন দাশ। তার খানিক আগেই নামেন মিরাজ। উদাস দৃষ্টিতে মিরাজ হোটেলের দিকে পা বাড়াতেই ‘ওই মিরাজ’ বলেই হাঁক দিল লিটন দাশ। এরপরেই গলা জড়িয়ে ধরে খুনসুটিতে মেতে উঠল দুই বন্ধু।
তাদের এই খুনসুটি বার্তা দিল সফরকারী জিম্বাবুয়েকে হারিয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে শুভ সূচনাকারী টিম টাইগার কতটা ফুরফুরে!
সোমবার সন্ধ্যায় ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ খেলতে চট্টগ্রামে পৌঁছে টিম টাইগার ও জিম্বাবুয়ে।
পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিকেলে শাহ আমানত বিমানবন্দর থেকে দুই দলকে হোটেলে নিয়ে আসা হয়। এসময় আশপাশের সড়কগুলোতে কিছুক্ষণের জন্যে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে প্রিয় দলকে দেখতে হোটেলের সামনে বিকেল থেকেই ভিড় জমায় ভক্তরা।
জানা যায়, ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। চট্টগ্রামে এই দুই ওয়ানডে ম্যাচই নির্ধারণ করে দিবে কারা হবে সিরিজজয়ী। তবে এক্ষেত্রে কিছুটা নির্ভার বাংলাদেশ। কিন্তু তাতেও ছাড় দিতে রাজি নয় টাইগাররা। তাই মঙ্গলবার সকালেই প্র্যাকটিসে নামবে পুরো দল। এক ম্যাচ হাতে রেখে সিরিজজয় নিশ্চিত করতে ঘাম ছড়াতে প্রস্তুত আত্মবিশ্বাস তুঙ্গে থাকা টিম টাইগার।
একুশে/আরএইচ/এটি