শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ইমরুল-লিটন জুটিতে বাংলাদেশের ফিফটি

প্রকাশিতঃ ২৪ অক্টোবর ২০১৮ | ৭:৪৯ অপরাহ্ন


রাকীব হামিদ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকেঃ প্রতিপক্ষ জিম্বাবুয়ের ২৪৭ রানের টার্গেট নিয়ে মাঠে নামে বাংলাদেশ। কোন উইকেট না হারিয়ে দলীয় ফিফটি করে টাইগাররা। লাল সবুজের জার্সি গায়ে শুরুতেই নামে ইমরুল কায়েস ও লিটন দাস। ৫৭ বলে দুই জনের জুটিতে আসে এই রান। দুটি চার হাঁকিয়ে ২৮ বলে ইমরুলের পুঁজি ২২ রান। অন্যদিকে, পাঁচটি চারে লিটনের পুঁজি ২৭ বলে ২৬ ।

এদিকে চট্টগ্রামের কোনো খেলোয়াড় ছাড়াই ১৬ বছরের মধ্যে এবার প্রথম চট্টগ্রামের মাঠে খেলছে বাংলাদেশ। ইনজুরির কারণে চট্টলার দর্শকদের প্রাণ তামিম দলে নেই। তবে ইতিহাস বলছে, জহুর আহমেদ চৌধুরী মাঠে জিম্বাবুয়ের সাথে হারেনি বাংলাদেশ। এই পর্যন্ত এই মাঠে পাঁচবার মুখোমুখি হয় দুই দল। পাঁচ বছরে জিম্বাবুয়ের সাথে অন্য কোনো মাঠেও হারের ছাপ নেই বাংলাদেশের।

সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলের লক্ষ্য আজই সিরিজ জয় নিশ্চিত করা। ইমরুল ও লিটনের এই জুটি বড় একটি ভিত গড়ে দিলে ২৪৭ রানের টার্গেট তাড়া করেও জিতবে বাংলাদেশ। এমনটাই প্রত্যাশা সবার।

একুশে/আরএইচ

ছবি : আকমাল হোসাইন