রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

আস্থার মূল্য দিতে ব্যর্থ রাব্বী

| প্রকাশিতঃ ২৪ অক্টোবর ২০১৮ | ৯:১৭ অপরাহ্ন

রাকীব হামিদ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকেঃ ৩০ বছর বয়সে জাতীয় দলে ডাক পেয়েছেন ফজলে মাহমুদ রাব্বী। অলরাউন্ডার হিসেবে চান্স পাওয়া এই নবাগত খেলোয়াড়কে চার নাম্বারে উইকেটে সেট করা চিন্তা ভাবনা ছিল নির্বাচকদের। সিরিজের প্রথম ম্যাচে ওয়ান ডে সিরিজে অভিষেক হওয়া শুন্য রানে মাঠ ছেড়ে ছিলেন। তার ওপর বিশ্বাস রেখে চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচেও সুযোগ দেয়া হয়েহচিল । কিন্তু সে সুযোগও কাজে লাগাতে পারেন নি তিনি। শুন্য রানের বৃত্ত থেকে নিজেকে বের করে আনতে পারেন নি। বরং খরচ করেছেন ৫ বল।

গতকাল বুধবার অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের কাছে মাশরাফি বলে ছিলেন তাকে সুযোগ দিতে। একটি ম্যাচ দিয়ে একজন খেলোয়াড় কে জাজমেন্ট কর উচিত নয়। রাব্বীর ওপর এতো আস্থা ও বিশ্বাসের পরও শুন্য রানের ধারাবাহিকতা হতাশ করবে মাশরাফিকেও। টাইগার দলপতির মান রাখতে পারলেন না রাব্বী।

জিম্বাবুয়ের স্পিনারদের বিষাক্ত ছোবলে পর পর দুই উইকেট হারালো বাংলাদেশ। ৮৩ রান করে লিটন দাসের আউটের পর সিকান্দার রাজার স্পিন বলে রান আউট হয়ে মাঠ ছাড়তে হয় রাব্বী কে। আজকের ম্যাচের ওপর জাতীয় দলে তার ভবিষ্যত নির্ভর করছিল। কিন্তু টানা দুই ম্যাচে রাব্বীর হতাশাজনক পারফরম্যান্সের পর জাতীয় দলে তার ভবিষ্যত এখন অনেকটাই অনিশ্চিত।

এদিকে দুই উইকেট হারিয়ে ৩০ ওভারে বর্তমানে বাংলাদেশ দলের সংগ্রহ ১৬৭ রান। জয়ের জন্য আর প্রয়োজন ৮০ রান।

একুশে পত্রিকা/আরএইচ
ছবি-আকমাল হোসাইন