রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

টাইগারদের ম্যাচ জয়ে নিশ্চিত হলো সিরিজ

| প্রকাশিতঃ ২৪ অক্টোবর ২০১৮ | ১০:৩১ অপরাহ্ন

রাকীব হামিদ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকেঃ  দেশের মাটিতে জিম্বাবুয়ের সাথে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেল স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচের জয়ের পর দ্বিতীয় ম্যাচে টাইগারদের এ জয়ে নিশ্চিত হলো সিরিজ জয়। ফলে এক ম্যাচ হাতে রেখেই ওয়ান ডে শিরোপা নিশ্চিত করলো বাংলাদেশ। জিম্বাবুয়ের দেয়া ২৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে জিম্বাবুয়ে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। সন্ধ্যায় শিশিরের বাড়তি সুবিধা নিতে এই সিদ্ধান্তের সুফলও মিলে। ২৪৬ রানে জিম্বাবুয়ের ইনিংস থামিয়ে দেয় বাংলাদেশী বোলাররা। জবাবে মাঠে নেমে দুর্দান্ত খেলতে থাকে দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাশ। দুই জনের নৈপুণ্যকর জুটিতে ৫৭ বলেই দলের সংগ্রহ দাঁড়ায় ৫০ রানে। এরপর মাত্র ৩৭ বলেই ৫০ রান যুক্ত করে দলের রানের চাকা শতকে পৌঁছান তারা। কিন্তু দলীয় ১৪৮ রানে লিটন দাশের উইকেট হারানোর ফলে এই জুটিতে ছন্দ পতন ঘটে । জাতীয় দলে ফর্মে থাকা এই ওপেনার এশিয়া কাপে সেঞ্চুরী করলেও জিম্বাবুয়ের সাথে দ্বিতীয় এই ম্যাচে করেন ৭৭ বলে ৮৩ রান। সিকান্দার রাজার ঘূর্ণি জাদুতে ট্রিপানোর হাতে ক্যাচ আউট হন তিনি।

দুই ওপেনার যখন জয়ের পথের ভিত্তি তৈরি করে দেন তখনই মাঠে নামেন গত ম্যাচে ওয়ানডে তে অভিষেক হওয়া ফজলে রাব্বী। ৩০ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পাওয়া এই অলরাউন্ডার প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও হতাশ করেন সবাইকে। দলীয় ১৫২ রানে সিকান্দার রাজার স্টাম্পিংয়ের শিকার হইয়ে শূন্য রানে মাঠ ছাড়েন। অথচ তার ওপর আস্থা রেখে নির্বাচকরা আজকের ম্যাচেও তাকে সুযোগ দিয়েছিলেন। আস্থা মূল্য দিতে ব্যর্থ হলেন।

দলের যখন এই হাল তখন অন্য প্রান্তে নিজের সেরাটা খেলে যাচ্ছিলেন গত ম্যাচে ১৪৪ রান করা ইমরুল কায়েস। পর পর দুই উইকেট হারানোয় স্বাগতিকরা কিছুটা চাপে পড়ে। তবে ইমরুলের অভিজ্ঞতা ও দক্ষতায় সে চাপ কিছুটা কাটিয়ে উঠে বাংলাদেশ। মাঠে নামে মুশফিকুর রহিম। তাকে নিয়ে সেঞ্চুরী করার ১০ রান বাকী থাকতেই দের সিকান্দার রাজার বলে ৯০ রানে আউট হন তিনি। ৩৮ তম ওভারে তখন দলের সংগ্রহ ২১১ রান।

এরপর মুশফিক ও মিঠুনের জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। মুশফিকের ৫২ বলে ৪০ ও মিঠুনের ২১ বলে ২৪ রানে বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত হয়। ৫ ওভার ৫ বল বাকী থাকতেই ৭ উইকেটে জয় পায় টিম টাইগার।ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন পেসার সাইফ উদ্দিন।

একুশে পত্রিকা/আরএইচ
ছবি-আকমাল হোসাইন