রাকীব হামিদ : জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে ওয়ানডে তে অভিষেক হয় ফজলে মাহমুদ রাব্বীর। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ দিন ধিরে খেলা এই ক্রিকেটার ৩০ বছর বয়সে জাতীয় দলে ডাক পান। কিন্তু টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন। শুরুতেই তার ওপর আস্থা রেখেছেন টাইগার দলপতি মাশরাফি। দ্বিতীয় ম্যাচেও রাব্বী নিজেকে মেলে ধরতে না পারলেও এখনো তার ওপর আস্থা রাখতে চান।
বৃহস্পতিবার অনুশীলনে দলের সাথেমাঠে না আসলেও টিম হোটেলে সাংবাদিকদের এমন আস্থার কথা শোনান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
টানা দুই ম্যাচে শূন্য রান করার পর জাতীয় দলে তার থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমনকি ক্রিকেটাঙ্গনে রাব্বীকে নিয়ে সমালোচনায় মুখর। এমন সময় নড়াইল এক্সপ্রেস মাশরাফি বললেলন, আমাকে যদি দল নির্বাচন করতে বলেন তাহলে ওকে আরেকটি সুযোগ দিতে আমি দ্বিধা করবো না। সত্যি কথা বলতে, আমার কাছে মনে হয় সে অনেক বেশি দুর্ভাগ্যবান।
রাব্বীর এমন দুঃসময়ে সমব্যথী টাইগার দলপতি। তাইতো বললেন, রাব্বির মত খারাপ সময়ের ভেতর দিয়ে তিনিও যেতে পারতেন। এই বাস্তবতা মেনে নিয়েই রাব্বির সমর্থনে তাঁর পাশে দাঁড়িয়েছেন। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেই রাব্বী জাতীয় দলে ডাক পায়। তাই তার ওপর সহসাই আস্থা হারাতে রাজি নন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যদিকে শান্তও বসে আছে। আমাদের সকলের চাওয়া সেও খেলুক। তবে এটার সিদ্ধান্ত সমন্বিতভাবেই নিতে হবে। এক্ষেত্রে রাব্বী আরেকটি সুযোগ পাওয়ার দাবিদার বলেও জানান মাশরাফি।
তবে এই দাবির কতটা মূল্য দিতে পারবেন রাব্বী সেটিই এখন দেখার বিষয়। নাকি শূন্যের বৃত্তেই আটকে থাকবেন তিনি।
একুশে/আরএইচ