রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

টাইগার একাদশে তিন পরিবর্তন,অভিষেক আরিফুলের

| প্রকাশিতঃ ২৬ অক্টোবর ২০১৮ | ২:৫০ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকেঃ অভিষেক ম্যাচ থেকে টানা দুই ম্যাচে শূন্য রানেই ফেরেন টপ অর্ডার ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বী।রাব্বীর ওপর টাইগার অধিনায় মাশরাফি আস্থা রাখতে চাইলেও টিম ম্যানেজমেন্ট ভরসা করতে পারেনি।গতকাল অনুশীলন করা পাঁচ ক্রিকেটার একাদশে জায়গা পেতে সুযোগের অপেক্ষায় ছিল। এক্সপেরিমেন্ট করার আভাসও দিয়েছিল টিম ম্যানেজমেন্ট।

আর তাই তৃতীয় ওয়ানডেতে রাব্বীর বদলে টপ অর্ডারে তিন নম্বরে একাদশে ঢুকলেন সৌম্য সরকার।অদ্যদিকে,আট নম্বরে মেহেদী হাসান মিরাজের জায়গায় আরিফুল হক ও কাটার মাস্টার মোস্তাফিজের স্থলে আবু হায়দার রনি খেলছেন।

পরিবর্তিত বাংলাদেশ একাদশ: লিটন দাস,ইমরুল কায়েস,সৌম্য সরকার,মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন,নাজমুল ইসলাম অপু,আরিফুল হক, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফ উদ্দিন,আবু হায়দার রনি।

পরিবর্তিত জিম্বাবুয়ে একাদশ:হ্যামিল্টন মাসাকাদজা,সিফাস জুয়াও,এল্টন চিগুম্বুরা,ব্রেন্ডন টেইলর,শন উইলিয়ামস,পিটার মুর, সিকান্দার রাজা,ডোনাল্ড টিরিপানো,কাইল জার্ভিস,রিচার্ড গারাবা, উইলিংটন মাসাকাদজা।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, লক্ষ্য ওয়াইটওয়াশ

তৃতীয় ম্যাচেও টসের ভাগ্য সুপ্রসন্ন হলো টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজার।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সপ্তম ওয়ানডে। শিশিরের ভূমিকার কথা মাথায় রেখে বাংলাদেশ অধিনায়ক নিয়েছেন ফিল্ডিং।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার তৃতীয় ওয়ানডে শুরু হয় বেলা আড়াইটায়।

এদিকে আজ জিম্বাবুয়ের বিপক্ষে ‘হোয়াইট ওয়াশের’ হাতছানি বাংলাদেশের।টানা দুই জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে  সিরিজিরে তৃতীয় ওয়ানডেতে লক্ষ্য হোয়াইট ওয়াশ। এর আগে সর্বশেষ, ২০১৪ সালে ৫ ম্যাচের সিরিজে অতিথিদের হোয়াইটওয়াশড করেছিল বাংলাদেশ।পরের বছর ৩ ম্যাচের সিরিজ জিতেছিল ৩-০ ব্যবধানে।এদিকে বাঁচা-মরার ম্যাচে জিতে সান্ত্বনার জয় চায় স্বাগতিক জিম্বাবুয়ে।

একুশে পত্রিকা/আরএইচ