রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ইমরুল-সৌম্যের রেকর্ড জুটিতে বাংলাওয়াশ

| প্রকাশিতঃ ২৬ অক্টোবর ২০১৮ | ১০:০৩ অপরাহ্ন

ছবি আকমাল হোসেন

রাকীব হামিদ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকেঃ ইমরুল-সৌম্যের রেকর্ড জুটিতে টানা তিন ম্যাচ জিতে জিম্বাবুয়ে কে টাইগারদের বাংলাওয়াশ। তিনছর পর জিম্বাবুয়ে দল বাংলা ওয়য়াশের শিকার হলো। ২০১৫ সালে বাংলাদেশ দল ওয়াইটওয়াশ করে জিম্বাবুয়ে দলকে শিকার হলো সফরকারী জিম্বাবুয়ে। তারও আগে ২০১৪ সালে ৫ ম্যাচের সিরিজে মাটিতে তাদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।

এর আগে জিম্বাবুয়ের দেয়া ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট হাতে রেখেই জয় পায় বাংলাদেশ। জিম্বাবুয়ের দেয়া বিশাল অংকের ২৮৭ রানের টার্গেটে ইমরুল-সৌম্যের যোগান ছিল ২২০ রান। যা বাংলাদেশের দ্বিতীয় উইকেট জুটিতে পূর্বের রেকর্ডকে ছাড়ালো।

শেষ দিকে ১১৭ রানে আউট হন সৌম্য । এরপর ১১৫ করে ইমরুল আউট হলে জয়ের লক্ষ্যে মিঠুন কে নিয়ে এগিয়ে যান মুশফিক। ৪২ তম ওভারে বাউন্ডারি চারে জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ।

একুশে পত্রিকা/আরএইচ

ছবি-আকমাল হোসেন