শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

‌‌’আগামী কয়েক বছরেই পরিবর্তনের চট্টগ্রাম’

| প্রকাশিতঃ ২৮ অক্টোবর ২০১৮ | ১২:১১ পূর্বাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেছেন, চট্টগ্রাম মহানগরীর উন্নয়নে অনেক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব বাস্তবায়ন হলে আগামী কয়েকবছরের মধ্যে পরিবর্তিত চট্টগ্রামকে দেখা যাবে। সিটি করপোরেশন ভাল কাজ করলে তার পক্ষে অবস্থান নেয়ার অনুরোধ জানান তিনি।

শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব-মার্কেন্টাইল ব্যাংক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে মেয়র প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন চট্টগ্রাম মহানগরীর উন্নয়নে সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ-এ নগর আমাদের সকলের, এটিকে পরিপূর্ণ নগরী হিসেবে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। দলীয় মত-পার্থক্য থাকতে পারে, নগরের একজন বসবাসকারী হিসেবে একে গড়ে তুলতে সকলে সহযোগিতা করবেন। সিটি মেয়র সকলের কাছ থেকে কজের গঠনমূলক সহায়তা প্রত্যাশা করেন।
সাংবাদিক পরিবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রশংসা করে আ জ ম নাছির উদ্দিন বলেন, সাংবাদিকরা তাদের পেশাগত ব্যস্ততার কারণে পরিবারের সদস্যদের যথাযথভাবে সময় দিতে পারেন না। পরিবারের সদস্যদের সাংবাদিক অভিভাবকদের প্রতি বিভিন্ন অনুযোগ থাকে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মতো সাংবাদিক পরিবারের আয়োজন তাদের মধ্যে অন্যরকম এক আনন্দ অনুভূতির জন্ম দেয়।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সহকারী সম্পাদক কবি অরুণ দাশগুপ্ত।

এসময় ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, লাইব্রেরি সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ণ সম্পাদক রোকসারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী, কার্যকরী সদস্য ম. শামসুল ইসলাম, হেলাল উদ্দিন চৌধুরী, শহীদ উল আলম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ক্লাবের সদস্য-সদস্যা, তাদের সন্তান ও সহধর্মিণীদের নিয়ে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়। সদস্য-সদস্যা ও পরিবারের সদস্য মিলিয়ে আড়াই শতাধিক বিজয়ীদের এতে পুরষ্কৃত করা হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক এ আয়োজনে স্পন্সর হিসেবে ছিলেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি