রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

যে কারণে ভাইকিংস কিনতে চান মেয়র নাছির

| প্রকাশিতঃ ২৩ অক্টোবর ২০১৮ | ১২:৩৭ অপরাহ্ন

চট্টগ্রাম: ক্রীড়াঙ্গনে বিশেষ করে ক্রিকেটের তীর্থস্থান বন্দর নগরী। ক্রিকেটার থেকে ক্রীড়া সংগঠক সব জায়গায় দাপুটে অবস্থান বীর চট্টলার। কিন্তু বিপিএলে চিটাগং ভাইকিংস দলের যাচ্ছে তাই অবস্থা।

বর্তমানে এই দলের ফ্র্যাঞ্চাইজি হিসেবে রয়েছে ডিবিএল গ্রুপ। ভাইকিংসের মালিক পক্ষ চট্টগ্রামের বাসিন্দা না হওয়ায় এমনিতেই ক্ষোভ ছিল সবার। এরই মাঝে তারা এই দল পরিচালনার ভার ছেড়ে দিতে চাইলে ভাইকিংসের ভবিষ্যত কিছুটা শংকার মধ্যে পড়ে।

আগামী জানুয়ারিতে হতে যাওয়া ষষ্ঠ আসরে ডিবিএল গ্রুপ চিটাগং দলের মালিকানায় থাকছে অনেকটা বাধ্য হয়েই। এই আসরের পর চিটাগং ভাইকিংসের হাল ধরবেন বলে মনস্থির করেছেন বিসিবি’র সহ-সভাপতি ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন; সাথে থাকবেন বিসিবি পরিচালক আকরাম খান।

মঙ্গলবার সকালে টাইগার দলের প্র‍্যাকটিস দেখতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসেন আ জ ম নাছির উদ্দীন। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভাইকিংস কেনার আগ্রহের কারণ জানিয়ে বিসিবির সহ-সভাপতি আ জ ম নাছির উদ্দীন বলেন, বিপিএলে চট্টগ্রামের এই দলের প্রতি নগরবাসীর আবেগ আছে৷ তাই অন্য কোন পরিস্থিতি তৈরি না হলে চিটাগং ভাইকিংস দলটি পরিচালনা করতে আকরাম খানসহ আমি প্রস্তুত। স্থানীয় দর্শকের প্রত্যাশা পূরণ করতে, দায়বদ্ধতার জায়গা থেকে এটা আমরা করবো।

এর আগে চিটাগং ভাইকিংসের মালিকানার বিষয়ে গত ৩ অক্টোবর নগর ভবনে বৈঠকে বসেন আকরাম খান ও আ জ ম নাছির। বৈঠক শেষে সিটি মেয়র জানান, যদি ডিবিএল গ্রুপ তাদের মালিকানা ছেড়ে দেয় তাহলে চট্টগ্রামবাসীর প্রত্যাশা পূরণে দল নিতে আগ্রহী তিনি।

এদিকে মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিটি মেয়র জানান, চট্টগ্রামে যে কোন সময়ে যে কোন ক্রিকেট সিরিজ আয়োজনের জন্য আমরা প্রস্তুত৷ স্টেডিয়ামের গ্যালারিতে কিছু সংস্কার কাজ জরুরী ছিল। এ নিয়ে আমরা আলোচনাও করেছি। কিন্তু সময় স্বল্পতার কারণে সম্ভব হয়নি।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের পরেই স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হবে বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে মেয়র আ জ ম নাছির বলেন, আশা করছি জানুয়ারিতে বিপিএলের ষষ্ঠ আসর চলাকালে চট্টগ্রামে রাজনৈতিক কোন সহিংসতা হবে না। চট্টগ্রামের মানুষ খেলাধুলা প্রিয়।

একুশে/আরএইচ