চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবাসিক হলের কক্ষ নিয়ে শাখা ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় তিন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।
শনিবার রাত ১১টার দিকে বিশ্ববদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে এ ঘটনা ঘটে বলে জানান বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আক্তারুজ্জামান আক্তার।
আহতরা হলেন- ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ফয়সাল, ৩য় বর্ষের ঈমান ও সবুজ।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ আক্তারুজ্জামান আক্তার বলেন, হলের কক্ষ ও পূর্ব শত্রুতার জের ধরে সাবেক সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরীর অনুসারী দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে তা ধাওয়া পাল্টায় রূপ নেয়। এসময় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটনাও ঘটে।
একটি পক্ষ ক্যাম্পাসে সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন ও অন্য একটি পক্ষ ছাত্রলীগ নেতা রাকীব হোসাইনের রাজনীতি করে থাকেন।
এ বিষয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন বলেন, জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি সিনিয়ররা সমাধান করে দিয়েছেন।
তবে ছাত্রলীগ নেতা রাকীব হোসাইন চবিতে হলে তার কোন অনুসারী কেউ নেই বলে জানান। তিনি বলেন, হলে সিনিয়ররা বিষয়টি সমাধান করে দিয়েছে। এসময় তিনি সুজনকে তার রাজনৈতিক অনুসারী হিসেবে দাবি করেন।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আক্তার জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।