শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

মোবাইল অ্যাপস ও গেইমস রপ্তানি আয়ের সম্ভাবনা প্রসারিত করছে : চুয়েট ভিসি

| প্রকাশিতঃ ২ অগাস্ট ২০১৭ | ৮:১২ অপরাহ্ন

চট্টগ্রাম: মোবাইল অ্যাপস ও গেইমস রপ্তানি আয়ের সম্ভাবনা প্রসারিত করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিুকল আলম।

তিনি বলেন, বর্তমান বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় খাত হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন। এখন মোবাইল অ্যাপস ও গেইমস তৈরি করে কোটি কোটি ডলার আয় করা সম্ভব। বর্তমান প্রযুক্তিপ্রেমী তরুণ প্রজন্মই আমাদের সেই স্বপ্ন দেখাচ্ছে। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তবতা।

বুধবার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অপারেটিং সিস্টেম ল্যাবে আয়োজিত “মোবাইল গেইমস এন্ড অ্যাপস ডেভেলপমেন্ট : আইডিয়া ইনোভেশন” শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সরকারের আইসিটি বিভাগের সহযোগিতায় চুয়েটের সিএসই বিভাগ দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে। সিইসি বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের কনসাল্ট্যান্ট মোঃ ইমতিয়াজ হানিফ, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহম্মদ ইব্রাহীম খান, চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক প্রমুখ।

কর্মশালার মডারেটর ছিলেন আইসিটি বিভাগের ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেইমস এন্ড অ্যাপ্লিকেশন প্রজেক্টের সহকারী পরিচালক মোঃ সরওয়ার হোসাইন। অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।